Wednesday, March 6, 2013

ট্রাবুনাল দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে



যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ‘নিম্নমানের’ মন্তব্য করে হংকং ভিত্তিক খ্যাতনামা মানবাধিককার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) বলেছে, ওই ট্রাইব্যুনাল বাংলাদেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। 
বৃহস্পতিবার এক বিবৃতিতে কমিশন বলেছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাসীন ১৪ দলের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করা হচ্ছে না। কিন্তু তাদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে। তদন্ত, সরকার পক্ষের আইনজীবী ও বিচারপূর্ব বিষয়াদি নিয়েও পক্ষপাতের অভিযোগ রয়েছে। মামলায় স্বভাবতই এসব বিষয় প্রতিফলিত হয়েছে। 
ক্ষমতায় যাওয়ার উন্মত্ততায় রাজনৈতিক দলগুলো ন্যায়বিচারের কথা ভুলে গেছে। নিম্নমানের ট্রাইব্যুনাল এভাবে আক্ষরিক অর্থেই আইনগত ন্যায়বিচারের সম্ভাবনাকে তিরোহিত করে দিয়েছে। শুধু তাই নয়, উপরন্তু এই ট্রাইব্যুনাল নিজেই আরও সহিংসতার সৃষ্টি করেছে এবং ন্যায়বিচার পাওয়ার জাতীয় আকাঙ্খাকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। 
বিবৃতিতে বলা হয়, দেশ এখন এমন এক বিশৃঙ্খল অবস্থায় পতিত হয়েছে যে যেখানে আইনের শাসনের ধারণাটি তিরোহিত হয়ে গিয়েছে। বাংলাদেশের ট্রাজেডি হলো অতীতে মানবাধিকার লংঘনের বিচারের জন্য যে প্রতিষ্ঠান (যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল) গঠন করা হয়েছিল তা দেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার বিভাগীয় প্রতিষ্ঠান যে গভীর সমস্যা আক্রান্ত হয়েছে রক্ত দিয়ে তার অনিবার্য মূল্য দিতে হচ্ছে। 
বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ভয়ঙ্কর ওই ঘটনায় মনে হচ্ছে দেশে দৃশ্যত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার বেপরোয়াভাবে রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার করছে। 



সূত্র : http://www.amardeshonline.com/pages/latestnews/2013/03/07/3373

No comments:

Post a Comment