জোবায়েরকে মুক্তি না দিলে সিলেট প্রবাসীরা
দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে
নিউ ইয়র্ক : সিলেট মহানগরীর জামায়াতের আমীর ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়েরকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কে বসবাসকারী সাবেক ছাত্র নেতারা। তারা অবিলম্বে সাবেক শিবির নেতা জোবায়েরের মুক্তির দাবী করেছেন। অন্যথায় প্রবাসী সিলেটিরা রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হবে।
শুক্রবার এক বিবৃতিতে প্রবাসী ছাত্র নেতারা বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় নেয়ার অধিকার রয়েছে। জামায়াত নেতা জোবায়েরকে নূন্যতম নাগরিক অধিকারটুকু দেয়নি ফ্যাসিবাদী সরকার।
তারা বলেন, সিলেটের আমীর জোবায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা মিথ্যা মামলায় জামিন নিতে সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। জোবায়েরকে আদালতে হাজির হওয়ার সুযোগ না দিয়ে সরকার ফ্যাসীবাদী আচরণ করেছে বলে তারা মনে করেন।
অবিলম্বে এডভোকেট জোবায়েরসহ ১৮ দলীয় জোটের নেতাদের মুক্তির দাবী করেন নিউ ইয়র্কে বসবাসকারী সাবেক ছাত্র নেতারা।
তারা আরো বলেন, সরকারের গণহত্যা ও সরকারের স্বৈরাচারী আচরণ বন্ধ না হলে প্রবাস থেকে রেসিটেন্স বন্ধ করে দেয়ার ঘোষণাসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীর নিউ ইয়র্কে বসবাসাকারী ছাত্র নেতারা হলেন, আব্দুল্লাহ আল আরিফ, নঈম উদ্দিন, হারুন অর রশিদ, জসিম উদ্দিন, আলমগীর হোসাইন, মোহাম্মদ মোমিন, মাসুম আলী, মোহাম্মদ জিন্নাহ, তারেক হোসেন, সাখাওয়াত হোসেন, আকরাম উদ্দিন, আবু সায়েম, মাহবুবুর রহমান, রশিদ উদ্দিন, আলম চৌধূরী ও আরাফাত রহমান, রাসেদুজ্জামান রাসেদ, মঞ্জুরুল হক ও আবু সায়েম প্রমুখ।
No comments:
Post a Comment