Saturday, March 2, 2013

বগুড়ায় জামায়াত শিবিরের ৭ জন নিহত : সেনাবাহিনী মোতায়ন


                   বগুড়ায় জামায়াত শিবিরের ৭ জন নিহত : সেনাবাহিনী মোতায়ন

নিউজ ডেস্ক : দেশজুড়ে বিরোধী নেতা-কর্মীদের ওপর পুলিশের নির্বিচার গুলির প্রতিবাদ এবং জামায়াত নেতা ও ধর্ম প্রচারক মাওলানা সাঈদীর মুক্তি চেয়ে বগুড়ায় তার ভক্ত ও দলটির লোকেরা রবিবারের হরতালে রাস্তায় নেমে এলে পুলিশের গুলিতে দুই মহিলাসহ ৭ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

হরতাল সমর্থকরা শাজাহানপুর থানায় হামলা করলে থানা রক্ষায় সেখানে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে উক্ত এলাকায় মিছিল বের করলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় হরতাল সমর্থকরা আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে।

এ সময় পুলিশ হরতাল সমর্থকদের লক্ষ্য করে গুলি ও টিয়ারশেল ছুঁড়ে। জামায়াত-শিবিরকর্মীরা ইট-পাটকেল দিয়ে পাল্টা জবাব দেয়। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে।

এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।


জামায়াত নেতা ও ধর্ম প্রচারক মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি মৃত্যুদণ্ড দিয়েছে। এই ট্রাইব্যুনাল ঘিরে ও সরকার সমর্থকদের ‘ইসলাম অবমাননা’র বিরুদ্ধে গতমাসে নানা বিক্ষোভে অন্ততপক্ষে ৮০ জন বিরোধী নেতা-কর্মী পুলিশের গুলিতে নিহত হন।

জামায়াতের ডাকা হরতালে রবিবার হরতালকারীরা বগুড়ায় পুরো জেলাজুড়ে থানাসহ পুলিশের ছয়টি স্থাপনায় আগুন দেয়। চারটি থানা ঘেরাও করে রেখেছে বিক্ষোভকারীরা।

রবিবার ভোর ৪টা থেকে ‘সাঈদীর মুক্তি চাই’ স্লোগানে হাজার হাজার জনতা বগুড়া শহরের দিকে আসতে থাকেন। এ সময় পুলিশের গুলিতে বগুড়া শহরে ২জন, মোকামপুরে ২জন এবং শাজাহানপুরে ৪জন মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পরিস্থিতি সামাল দিকে সকাল সাড়ে সাতটায় বিজিবি মোতায়েন এবং ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু এতেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে সেনা মোতায়েন করা হয়েছে। সাধারণ জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ চলছে।

No comments:

Post a Comment