Sunday, March 3, 2013

নিউ ইয়র্কে নামাজের সময় মসজিদের পাশে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মুসল্লিদের ক্ষোভ



নিজস্ব রিপোর্ট : মাগরিবের নামাজ চলাকালীন সময়ে নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকার বায়তুল মামুর মসজিদের পাশে মানববন্ধন করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। এ নিয়ে মসুল্লিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অপরদিকে এ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ অংশ নেয়নি। আরেকটি গ্রুপ কর্মসূচির দুইদিন আগে মানববন্ধন স্থগিত করে মিডিয়াগুলোতে প্রেস রিলিজ পাঠিয়েছে।

২ মার্চ শনিবার ওজনপার্ক এলাকার গ্ল্যান্ডমোর এভিনিউর মসজিদের পাশে এ কর্মসূচি পালন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। মানববনন্ধনে মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুরুন্নবীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক, আবু হানিফ, আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আবু ইউসুফ, আবুল কাশেম নূর করিম, আইয়ুব আলী, আবুল কাশেম ও তাজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী করেন। কমান্ডার নবী অভিযোগ করেন, এ কর্মসূচি বানচাল করার জন্য আমাদের দলের ভিতর একটি গোষ্ঠি চেষ্টা করেছিল। জামায়াত শিবির যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সবাই ঐক্য হওয়ায় আমরা মানববন্ধন সফল করেছি।

নুরুল আমিন নামের একজন মুসল্লি নিজেকে আওয়ামী লীগের সমর্থক দাবী করে বলেন, নব্য কিছু আওয়ামী লীগার দলের সুনাম নষ্ট করার জন্য নামাজের সময় মসজিদের পাশে কর্মসূচি িপালন করেছে।
জাহেদ আহমেদ নামের আরেক মুসল্লি বলেন, নামাজ চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় কর্মসূচি পালন করে প্রমাণ করেছে তারা নাস্তিক।





No comments:

Post a Comment