বাংলাদেশে মানবাধিকার লংঘনের
প্রতিবাদে টাইম স্কয়ারে বিক্ষোভ
নিউ ইয়র্ক : বাংলাদেশে পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার গণহত্যা, গুম, মিডিয়া উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ, দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামসহ দাঁড়ি-টুপিধারীদের উপর নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশেী-আমেরিকাররা। নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইম স্কায়ার এক সমাবেশে এসব বিষয়ে তারা প্রতিবাদ জানান । সমাবেশ থেকে ধর্মীয় স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের ট্রাবুনাল বাতিল ও মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবী জানান তারা।
২৩ মার্চ শনিবার বিকাল ৪টা (বাংলাদেশ সময় রবিবার রাত ২টায়) ম্যানহাটনের প্রাণ কেন্দ্র টাইম স্কায়ার সংলগ্ন ৭ এভিনিউ ইষ্ট প্লাজা মিলনায়তনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে‘ ইউনাইটেড ফর পিস ইন বাংলাদেশ’।
বাংলাদেশে মানবাধিকার লংঘন, গণহত্যা এবং মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইবুনালে প্রহসণের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংগঠনটি এবিক্ষোভ সমাবেশ ও র্যালীর আয়োজন করে।
সমাবেশে বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রতিবাদকারীরা সরকার কতৃর্ক নির্যাতনের চিত্র রাজপথ কাপাঁনো মিছিলের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন এবং ‘সেভ বাংলাদেশ’ নামে বুলেটিন বিতরণ করেন। ইংরেজীতে লেখা বুলেটিনের মধ্যে সরকার কর্তৃক পুলিশ ও দলীয় কর্মীদের দ্বারা বিরোধী দলীয় নেতা কর্মীদের গণহারে হত্যা, নির্যাতন, শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যা, বিএনপির নেতা ইলিয়াস আলীকে হুম এবং তার পরিবারের আহাজারী, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনীর হত্যা, যুদ্ধাপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসণের চিত্র তুলে ধরে তারা। নিউ ইর্য়ক সিটির ব্যস্ততম এলাকা হওয়ায় শতশত ওয়াকিং আমেরিকান ও ভিন্নদেশীরা বুলেটিন হাতে নিয়ে নির্যাতনের চিত্র দেখে দু:খ প্রকাশ করতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশ ইউনাইটেড ফর পিস ইন বাংলাদেশ এর সভাপতি এ প্রজন্মের বাংলাদেশী- আমেরিকান কাউসার মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুলধারার নেতা কেয়ারের ষ্ট্রাটিবোর্ড সদস্য জিয়াদ রামাজান, মজলিসে শূরা জাস্টিজের চেয়ারম্যান ইমাম আইয়ুব আব্দুল বাকী, আর্যাবিয়ান-আমেরিকান মহিলা নেত্রী জেরিনা শেখ, কমিউনিটি এক্টিভিষ্ট ডা: জুন্নুন চৌধুরী, প্রফেসর আবু আজাদ হক, এডভোকেট মিলাদ উদ্দিন, মহিলা নেত্রী শাহানা মাসুম, সালাহ উদ্দিন, এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা: ফারুক ওয়াদুদ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সরকারের আচরণ পৃথিবীর সকল স্বৈরশাসকের হত্যাযজ্ঞকেও হার মানিয়েছে। এভাবে চলতে থাকলে দেশে আরেকটি যুদ্ধ ঘটবে এতে কোনো সন্দেহ নেই। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন পুলিশের অসাংবিধানিক বক্তব্যের কারণেই ২৮ ফেব্রুয়ারী সারা দেশে ৭০ জন মানুষ নির্মম হত্যাকান্ডের শিকার হয়।
No comments:
Post a Comment