গণহত্যা বন্ধের সিএনএন অফিসের সামনে বিক্ষোভ
১৭ মার্চ রোববার বেলা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে মানবাধিকার নেতা হাবিবুল ইসলাম লিটন বলেন, বাংলাদেশ সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশের কোন মানুষের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের উপর নির্যাতন করছে।
২৮ ফেব্রুয়ারীর হত্যাকান্ডকে স্বাধীনতা পরের গণহত্যা উল্লেখ করে তিনি বলেন, ৭১’র মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত বিতর্কিত ট্রাইবুনালের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। অপরদিকে বাংলাদেশের জনগুরুপ্তপূর্ণ দাবী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চয়তা সৃষ্টি করে দিয়েছে।
বাংলাদেশে রাজনীনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশ্ববাসী উদ্বিগন্ন। এ সংঘাতময় পরিস্থিতি থেকে দেশকে রক্ষার জন্য সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহবান জানান তারা।
সমাবেশ শেষে মানবাধিকার লংঘনের ডুকুমেন্ট সিএনএন এর কর্ম কর্তাদের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির বাস্তব উপর সংবাদ প্রচার করে বিশ্ববাসীর কাছে তুলে ধরার অনুরোধ জানান নেতৃবৃন্দু।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, মোহাম্মদ মামুন শরীফ ও মুহাম্মদ ফাহিমুজ্জামান শাকিল প্রমুখ।
No comments:
Post a Comment