এক তরুণের পায়ে গুলি : পুলিশের
নিষ্ঠুরতার শেষ কোথায়?
ডেস্ক নিউজ :
গুলি চালিয়ে সমাবেশ পণ্ড ও দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই দিনব্যাপী হরতালের প্রথম দিনে সোমবার ঢাকার মিরপুরে এক যুবক পুলিশের নিষ্ঠুরতার শিকার হয়েছেন।
মাহবুব কবির নামের ওই যুবককে রিক্সায় চড়ে যাতায়াত করার সময় ধরে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ। এতে তার পায়ের হাড় গুড়ো হয়ে যায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় চিকিত্সার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিত্সাধীন অবস্থায় মাহবুব পুলিশের হাতে আটক আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে মিরপুরের ১০ নম্বর গোল চক্কর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল শেষে জামায়াত-শিবির কর্মীরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ এসে পথচারীদের ওপর চড়াও হয়।
এ সময় গোল চক্করের পাশ দিয়ে রিক্সায় চড়ে যাতায়াতের সময় পুলিশ মাহবুব কবিরকে টেনে হেঁচড়ে রিক্সা থেকে নামায়। পুলিশ টানা-হেঁচড়া করে মাহবুবকে একটি সাদা মাইক্রো বাসে ওঠানোর চেষ্টা করে।
এর এক পর্যায়ে মাটিতে পড়ে যান মাহবুব। তখন এক জন পুলিশ সদস্য তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে একটি সাদা মাইক্রো বাসে তুলে নিয়ে যায় পুলিশ।
সাত সকালে এই ঘটনা দেখে ও মাহবুবের আর্ত চিত্কার শুনে স্তম্ভিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, মাহবুব কবির ইসলামী ছাত্র শিবিরের সদস্য। তবে বর্তমানে তিনি সক্রিয় রাজনীতি করেন না। তিনি দৈনিক নয়া দিগন্তের প্রেস বিভাগের মার্কেটিং কর্মকর্তা হিসেবে কাজ করেন। সকালে তিনি পেশাগত কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
সূত্র : http://www.rtnn.net//newsdetail/detail/1/3/60661#.UUd3CxzvuSo
No comments:
Post a Comment