লংমার্চ থেকে শিক্ষা নিয়ে মুরতাদদের শাস্তিসহ হেফাজতে ইসলামের
সব দাবী মেনে নেয়ার আহবান মাজলিসুল উলামা ইউএসএ
নিউ ইয়র্ক: শত বাঁধা উপেক্ষা করে হেফাজতে ইসলাম ঘোষিত ৬ এপ্রিল লংমার্চ ও ৮ এপ্রিল হরতালকে সফল করার জন্য বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে অভিনন্দন জানিয়েছে মাজলিসুল ওলামা ইউএসএ। লংমার্চ ও হরতালে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর হামলা ও হত্যার নিন্দা জানিয়েছে সংগঠনটি। এছাড়াও হেফাজতে ইসলামের গ্রেফতারকৃত নেতা কর্মীর নিঃশর্ত মুক্তির দাবী করেছে আমেরিকায় বাংলাদেশী ইমাম, উলামা ও মুফতিগণের সংগঠন মাজলিসুল উলামা।
সোমবার এক যৌথ বিবৃতিতে মাজলিসুল ওলামা ইউএসএ’র সভাপতি মাওলানা রফিক আহমেদ ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এসব কথা বলেন।
তারা বলেন, ইসলাম প্রিয় জনতার চাপে সরকার লংমার্চে অনুমতি দিলেও যানবাহন বন্ধ এবং নেতা কর্মীদের উপর হামলা ও গ্রেফতার করে সরকার মুনাফেকের পরিচয় দিয়েছে। অন্যদিকে লংমার্চকে বানচাল করার জন্য সরকার সমর্থক গুটিকয়েক নাস্তিকদের দিয়ে সরকার হরতাল ঘোষণা দিয়েছিল। কিন্তু বাংলাদেশের তৌহিদী জনতা লংমার্চকে সফল করে মুরতাদদের বিরুদ্ধে ইতিহাস রচনা করেছে।
তারা বলেন, লংমার্চ থেকে শিক্ষা নিয়ে সরকার মুরতাদদের সর্বোচ্চ শাস্তি এবং হেফাজতে ইসলামের সব দাবী মেনে নিয়ে ইসলামী প্রিয় জনতাকে শান্ত করবে বলে আশা করি।
তারা আরো বলেন, আল্লাহর প্রিয় হাবিব রাসূল (সাঃ) কে অবমাননাকারী মুরতাদদের বিচার ও হেফাজতের ইসলাম ঘোষিত ১৩ দফা দাবীর প্রতি প্রথম থেকে সমর্থন জানিয়ে নিউ ইয়র্কে কর্মসূচি পালন করে যাচ্ছি। আগামীতেও নাস্তিকদের বিরুদ্ধে চলমান আন্দোলকে আমরা সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত।
সংবাদ প্রেরক
মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী
প্রচারক সম্পাদক
মাজলিসুল উলামা ইউএসএ
No comments:
Post a Comment