মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে নিউ ইয়র্কে
প্রতিবাদ সভা, র্যালী ও মানববন্ধন
নিউ ইয়র্ক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা। সভা থেকে অবিলম্বে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবী করা হয়।
১১ এপ্রিল বৃহস্পতিবার নিউ ইয়র্কের ব্রুকলীনের ওজনপার্কের মতিন রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। একই দাবীতে সভা শেষে লিবার্টি এভিনিউতে সংগঠনটি মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমান অক্ষয় হয়ে থাকবেন। ইসলাম বিরোধী ষড়যন্ত্র, দূর্নীতি প্রতিরোধ, স্কাইপি কেলেংকারী ও সাম্রাজ্যবাদের থাবা মকাবেলায় মাহমুদুর রহমানের যোগ্য নেতৃত্বে আমার দেশ অসাধারণ ভূমিকা রেখে আসছে। অন্যদিকে তল্পিবাহক অসংখ্য গণমাধ্যম সাথে নিয়েও যখন সরকার একটি পত্রিকার সাথে পেরে উঠেনি, তখনই সরকার ফ্যাসিবাদী কায়দায় কলম সৈনিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করলো।
বক্তারা বলেন, আমার দেশ পত্রিকা সরকারের নাস্তিক চেহারা জনগণের সামনে প্রকাশ করে দেয়ার কারণেও প্রতিহিংসা পরায়ণ হয়ে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ এখন চোর ডাকাতের দেশ উল্লেখ করে বক্তারা বলেন, চুরি ডাকাতি করলে কোন সমস্যা নেই, বরং চোর ডাকাতকে চিনিয়ে দিলেই মাহমুদুর রহমানের মতো দেশ প্রেমিকদের গ্রেফতার হতে হয়।
বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যহার করে নিঃশর্ত মুক্তি জানান। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে লেখক সাংবাদিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।
প্রতিবাদ সভায় রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক নঈম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, শিক্ষাবিদ আহমদ আবু উবায়দা, ইঞ্জিনিয়ার শাব্বীর আহমদ, মাহমুদুর রহমান, ক্রীড়া সংগঠক মনিরুল ইসলাম, এনামুল হক লিটন, খবীরুজ্জামান প্রমূখ। সভা পরিচালনা করেন বিশিষ্ট লেখক রশীদ আহমদ।
মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে র্যালী:
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়ে নিউ ইর্য়কের রাজপথে র্যালীর আয়োজন করেছেন সামাজিক সংগঠন বাংলাদেশী আমেরিকার প্রগ্রেসিভ ফোরাম (বাপফ)। র্যালীতে অংশগ্রহনকারী বিক্ষুব্ধ প্রবাসীরা শ্লোগানে শ্লোগানে তাঁর নি:শর্ত মুক্তির দাবী করেন। ১১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুত্রুবার সকালে) নিউইয়র্কে অন্যতম বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনান্ডে সময়ের সাহসী কলম সৈনিক দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান নি:শর্ত মুক্তি, সারা দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্গন, সরকার কর্তৃক বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ন বন্ধের দাবীতে প্রতিবাদ ও র্যালীর আয়োজন করে সংগঠনটি। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে র্যালী ব্রুকলীনের সেকেন্ড এভিনিউ থেকে শুরু করে ম্যাকডোনাল্ড এভিনিউ, র্চাচ এভিনিউ , দাহিল রোড এ মৌন মিছিল শেষে সংক্ষপ্তি সমাবেশের মিলিত হন সন্ধীপ সোসাইটি মিলনায়তনে। সমাবেশ সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম ।
বক্তব্য রাখেন, আমেরিকান ইউনাইটেড ফর হিউম্যান রাইট্স এর আহবায়ক মোবাশ্বির আহমেদ, বাপফের উপদেষ্টা অধ্যাপক কাজী মুহাম্মদ ইসমাঈল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নিউইয়র্কে ক্যাবি সংগঠনের নেতা ডা. আজিজ উল্লাহ, ওলামা ফেডারেশনের নেতা মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা সিহাবুদ্দিন, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ বেলাল।
বক্তাগণ বলেন, সৎ ও নির্ভীক কলম সৈনিক মাহমুদুর রহমারকে গ্রেফতার করে প্রমাণ করলো এই সরকার ফ্যাসিবাদ সরকার। তারা বলেন, মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদকই নয়, তিনি একজন ঈমানদার, তৌহিদী জনতার কন্ঠসর ছিলেন। তাকে স্তব্ধ করার জন্য নাটক সাজায়ে গ্রেফতার করা হয়েছে।
বক্তাগণ বলেন, সরকার নিজেদের দুর্বলতা আর র্ব্যথতাকে ঢাকতে আজ মিডিয়ার উপর তাদের নগ্ন হস্তক্ষেপ করছে। এই অবস্থা চলতে দেয়া যায় না । আওয়ামী নাস্তিকদের ষড়ষন্ত্র থেকে দেশকে বাঁচাতে দেশে প্রবাসে সকলে সচ্চার হওয়ার আহবান জানান সমাবেশে।
No comments:
Post a Comment