Friday, April 12, 2013

মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ প্রেসের তালা খুলে দেয়ার দাবী নিউইয়র্কের সাংবাদিক ও বুদ্ধিজীবীরা


মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ প্রেসের তালা 
খুলে দেয়ার দাবী নিউইয়র্কের সাংবাদিক ও বুদ্ধিজীবীরা



নিউইয়র্কে সর্বস্তরের প্রবাসীদের সভায় মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক, নির্ভিক কলম সৈনিক মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী সর্বস্তরের বাংলাদেশী। নিউইয়র্কের সাংবাদিক, রাজনৈতিক, সাহিত্যিক, কবি ও কমিউনিটি নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় অবিলম্বে মাহমুদুর রহমানের নি:শর্ত মুক্তি এবং আমার দেশ’র ছাপাখানার তালা খুলে দেয়ার দাবী জানান। 
‘প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ও বুদ্ধিজীবী সমাজ’ ব্যানারে ১১ এপ্রিল বৃহস্প্রতিবার জ্যাকসন ফুডকোর্ট রেষ্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা আমার দেশ পত্রিকা অফিস থেকে তাকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দাও জানান এবং সরকারের কর্মকান্ডেরও তীব্র সমালোচনা করে বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী নয়।
তারা বলেন, শেখ হাসিনা সরকার তার পিতার পথে হাটছে। বাকশালের মতো গণমাধ্যমের কন্ঠরোধ করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। 
বক্তারা আরো বলেন, জনগণের উপর সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন, পুলিশী হামলা-মামলা, হত্যা, গুম খুনের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে, সরকারের পায়ের নীচে মাটি সরে গেছে। 
সমাবেশে বক্তারা আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মুক্ত না হওয়া পর্যন্ত দেশে প্রবাসে তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র প্রশাসনের ষ্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ ও জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি পেশ এবং ইউএস সিনেটর, কংগ্রেসম্যানসহ বিশ্ব নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করে মাহমুদুর রহমানকে মুক্ত করার আন্দোলনকে জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।


সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মনজুর আহমদ। সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, সাংবাদিক মাহমুদ খান তাসের, আইঅন বাংলাদেশ টিভির পরিচালক রিমন ইসলাম, নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, এনটিভি’র বিশেষ প্রতিনিধি ফরিদ আলম, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক ড. শওকত আলী, ড. এহতেশামুল হক, অধ্যক্ষ নূরুল আলম পলাশ, কবি-লেখক এবিএম সালেউদ্দিন, সাংবাদিক মনজুরুল হক, বিএনপি নেতা ইলিয়াস আলী মাস্টার, আজহারুল হক মিলন, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, বেলাল মাহমুদ, হেলাল উদ্দিন, রাফেল তালুকদার, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমলাক হোসেন ফয়সাল, এডভোকেট এ কাইয়্যুম চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ কামাল উদ্দিন, খন্দকার ফরহাদ, কিউ জামান, মোহাম্মদ সেলিম, কাজী আশরাফ হোসেন নয়ন, মোহাম্মদ আলী হোসেন, শাহ আলম দুলাল, বিলাল চৌধুরী, এএফ মিসবাহউজ্জামান, আব্দুল্লাহ আল আরিফ, মাহমুদা বেগম প্রমুখ। 
সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় এই সমাবেশে ইন্টারনেট পত্রিকা বাংলানিউজ২৪.কম-এর হেড অব দ্য নিউজ মাহমুদ মেনন ও বাংলা নিউজ-এর বিশেষ প্রতিনিধি শিহাবউদ্দিন কিসলু সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অর্ধ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment