সভাপতি দেলোয়ারসহ ৮ শিবির নেতার মুক্তির
নিউ ইয়র্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন নিউ ইয়র্কে বসবাসকারী সাবেক ছাত্র নেতারা। এছাড়াও সরকরের জুলুম নির্যাতন শিকার ছাত্র শিবিরের গ্রেফতারকৃত ৭ নেতার মুক্তির দাবী করেছে তারা। ছাত্র শিবির নেতাদের মুক্তি না দিলে সরকারকে কঠিন পরিনিতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নিউ ইয়র্কের সাবেক এ ছাত্র নেতারা। সোমবার এক বিবৃতিতে প্রবাসী সাবেক ছাত্র নেতারা এ দাবী জানান।
বিবৃতিতে নিউ ইয়র্কের সাবেক ছাত্র নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ ৮ ছাত্র নেতার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। শিবির নেতাদের নির্যাতনের পরিণাম শুভ হবে না। মেধা ছাত্রদের প্রাণপ্রিয় সংগঠনের নেতাদের উপর জুলুম নির্যাতন এই সরকারের জন্য বুমেরাং হবে।
প্রসংঙ্গত অন্যান্য ছাত্র শিবির নেতারা হলেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক আবু সালেহ মোঃ ইয়াহইয়া, ছাত্র আন্দোলন সম্পাদক শামসুল আলম গোলাপ, প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, ছাত্র কল্যাণ দেলোয়ার হোসেন, সমাজ সেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু ও ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সাজ্জাদ হোসাইন।
তারা আরো বলেন, এই সরকার আইনের কোন তোয়াক্কা করছে না। ছাত্রশিবির নেতাকর্মীদের গ্রেফতার করে আইন না মেনেই অনেককে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করানো হচ্ছে না। গ্রেফতারের পর ৪/৫ নির্যাতন করে হাত পা ভেঙ্গে আদালতের হাজির করা হয়। শিবির সভাপতিকে নির্যাতনের ঘটনাও গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এই ধরণের নির্যাতন সুস্পষ্ট মানবাধিকার লংঘন। এখনো সময় থাকতে শিবির সভাপতিসহ ৮ ছাত্র নেতাকে নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় নির্যাতন ও গণহত্যার অভিযোগে সরকারের বিরুদ্ধে আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনে নালিশ করতে বাধ্য হবো।
বিবৃতিতে স্বাক্ষরকারীর নিউ ইয়র্কে বসবাসাকারী ছাত্র নেতারা হলেন, আব্দুল্লাহ আল আরিফ, নঈম উদ্দিন, হারুন অর রশিদ, জসিম উদ্দিন, আলমগীর হোসাইন, মোহাম্মদ মোমিন, মাসুম আলী, মোহাম্মদ জিন্নাহ, তারেক হোসেন, সাখাওয়াত হোসেন, আকরাম উদ্দিন, আবু সায়েম, মাহবুবুর রহমান, রশিদ উদ্দিন, আলম চৌধূরী ও আরাফাত রহমান, রাসেদুজ্জামান রাসেদ, মঞ্জুরুল হক, আবু সায়েম, আব্দুল্লাহ আল মামুন ও মনির উদ্দিন প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment