Saturday, April 13, 2013

মাহমুদুর রহমানের মুক্তির দাবী করেছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব





মাহমুদুর রহমানের মুক্তির দাবী করেছে 
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব

নিউ ইয়র্ক : আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ১১ এপ্রিল নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক, এনটিভি’র বিশেষ প্রতিনিধি ফরিদ আলম, দৈনিক ইত্তেফাক এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি এবং বাঙালী ’র বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম,আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাঈদ ও বিশেষ প্রতিনিধি সৈয়দ ওয়ালি-উল-আলম, এটিএন বাংলা’র বার্তা সম্পাদক ফকির সেলিম, এটিএন নিউজ’র রিজু মোহাম্মদ, বৈশাখী টিভির জাহিদ হোসেন ও এখন সময় পত্রিকার প্রতিনিধি আরাফাত রহমান। 
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর।
প্রতিবাদ সভা থেকে বক্তারা মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করেছে। একইসঙ্গে পত্রিকাটির ছাপাখানার খুলে দেয়ার জানিয়েছেন সাংবাদিক নেতারা।
তারা বলেন, আমরা বাক স্বাধীনতার হস্তক্ষেপ কোন ভাবেই মেনে নিতে পারি না। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে সরকার শুভ বুদ্ধির পরিচয় দেয়নি। আশা করি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিবে।

No comments:

Post a Comment