Thursday, April 11, 2013

মাহমুদুর রহমানাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা





মাহমুদুর রহমানাকে গ্রেফতারের প্রতিবাদ
জানিয়েছে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা

নিউ ইয়র্ক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা। একইসঙ্গে মাহমুদুর রহমানের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত দাবী করেছে সংগঠনটি। 

এক যৌথ বিবৃতিতে রাইটার্স ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল আরিফ ও সাধারণ সম্পাদক নঈম উদ্দিন বলেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমান অক্ষয় হয়ে থাকবেন। ইসলাম বিরোধী ষড়যন্ত্র, দূর্নীতি প্রতিরোধ, স্কাইপি কেলেংকারী ও সাম্রাজ্যবাদের থাবা মুকাবেলায় মাহমুদুর রহমানের যোগ্য নেতৃত্বে আমার দেশ অসাধারণ ভূমিকা রেখে আসছে। অন্যদিকে তল্পিবাহক অসংখ্য গণমাধ্যম সাথে নিয়েও যখন সরকার একটি পত্রিকার সাথে পেরে উঠেনি, তখনই সরকার ফ্যাসিবাদী কায়দায় কলম সৈনিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করলো। 
তারা বলেন, আমার দেশ পত্রিকা উইকিলিকসে শেখ মুজিবের শাসন আমল প্রকাশের ঘোষণা দেয়ার পর দিনই সরকার ভীত হয়ে মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে। এ ঘোষণার পর তাকে গ্রেফতার করে সরকার নিজেই প্রমাণ করেছে আয়ামী লীগ সবসময় বাক স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহের বিপক্ষ শক্তি। 
বিবৃতিতে নেতারা অবিলম্বে মাহমুদুর রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যহার করে নিঃশর্ত মুক্তি জানান। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে লেখক সাংবাদিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। 

                                          সংবাদ বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment