Fri, 01 Feb, 2013 11:18:33 AM
নিউ ইয়র্ক: জামায়াতে ইসলামীর ডাকে হরতাল চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকা।
বৃহস্পতিবার বেলা সকাল ১১ টায় ( বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০ টায়) নিউ ইয়র্কের ম্যানহাটনের কনস্যুলেট অফিসের সামনে তিন শতাধিক প্রবাসীর উপস্থিতিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কাজী মোহাম্মদ ইসমাঈল, রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক নঈম উদ্দিন, ওলামা পরিষদের নেতা মাওলানা নজরুল ইসলাম, শিক্ষাবিদ আবু ওবায়দা, অ্যাডভোকেট আবুল হাসেম, মাওলানা রশিদ আহমেদ, হিউম্যানিটি ক্লাবের প্রেসিডেন্ট মাওলানা রশিদ আহমেদ, মাওলানা শিহাব উদ্দিন, মহিলা কল্যাণ সংস্থার নেত্রী শাহানা মাসুম ও ইসমত আর প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালন করেন প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ নেমেছে। বাংলাদেশ থেকে ইসলাম চিরতরে নির্মূল করার জন্য ট্রাইব্যুনালের মাধ্যমে নাটক সাজিয়ে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীসহ আলেমদের ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত শিবিরের বিরুদ্ধে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে যুদ্ধাবস্থা সৃষ্টি করেছেন। একইসঙ্গে ডিএমপি পুলিশ কমিশনার বেনজীর আহমেদ শিবির দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে নিজেকে সরকারের দালাল হিসেবে প্রমাণ করেছেন।
হরতালে বগুড়ায় চার জামায়াত-শিবির নেতা কর্মীর হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা বিজিবি, র্যাব ও পুলিশের সহযোগিতায় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের হত্যা করেছে। এজন্য হুকুমের আসামি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীকে গ্রেফতার দাবি করেন বক্তারা।
সূত্র: http://www.natunbarta.com/expatriate/2013/02/01/9419/6a3c2642716eabb46f95316303e75396
No comments:
Post a Comment