Tuesday, February 26, 2013

মহানবী (সাঃ) ও ইসলামকে অবমাননার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ২৫ মসজিদে বিক্ষোভ


সরকার ইসলামী মূল্যবোধ উৎখাতের ষড়যন্ত্র করছে 



নিউ ইয়র্ক  ( শুক্রবার ২২ ফেব্রুয়ারী ১৩  ) মুহাম্মদ (সা.) ও ইসলামকে কটাক্ষকারীদের তৎপরতা বন্ধ এবং মুসল্লি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন স্টেটের ২৫ টি মসজিদে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

শুক্রবার জুমা’আ নামাজের পর বাংলাদেশী ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা সমবেত হয়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভে সমম্বয়কারী ওলামা মাশায়েখ পরিষদের আহবায়ক মাওলানা দেলোয়ার হোসাইন জানান, রাসূল (সা.) ও ইসলামকে কটাক্ষ এবং বাংলাদেশে মুসলমানদের হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ২৫ টি মসজিদে বাদ জুমার পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, “সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ উৎখাতের ষড়যন্ত্র করছে। সরকার বিচারের কথা বললেও সাম্প্রতিক সময়ে বিচারের দাবিদার শাহবাগী নৈরাজ্যবাদীদের নবী-রাসূল (সা) ও ইসলাম বিরোধিতায় তাদের থলের বিড়াল বেরিয়ে পড়েছে।
স্বঘোষিত নাস্তিকরা আল্লাহ, নবী-রাসূল (সা), সাহাবায়ে কিরাম ও আজওয়াজে মোতাহারাদের সম্পর্কে কটূক্তি করতে কুণ্ঠাবোধ করেনি। কুচক্রীদের ঘৃণ্য অপতৎপরতার প্রতিবাদে বাদ জুমা দেশের সকল ইসলামী দলসমূহ ও ইসলামপ্রিয় জনতা রাজপথে নেমে আসলে সরকারের নির্দেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী উলামা-মাশায়েখ, ইসলামপ্রিয় ও দেশপ্রেমী জনতার ওপর হামলা, লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং বৃষ্টিরমত গুলিবর্ষণ করে মুসল্লিদের হত্যা করেছে। এতে প্রমাণ হয় সরকার মুরতাদদের পক্ষ নিয়ে আলেমদের 

উপর হামলা করে হত্যা করেছে।” 


সমাবেশ থেকে ইসলাম ও রাসূল (সাঃ) কে অবমাননাকারীদের শাস্তি এবং আলেম ওলামাদের হত্যা ও নির্যাতন বন্ধে সরকারের কার্যকর প্রদক্ষেপের দাবি জানিয়েছেন ওলামা মাশায়েখরা। অন্যথায় অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে সরকারের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার হুমকি দেন তারা।

বিক্ষোভ কর্মসূচি পালন করা মসজিদ গুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক ব্রুকলীনের বায়তুল মামুর, চার্চ  ম্যাকডোনাল্ড এলাকায় অবস্থিত বাইতুল জান্নাহ জামে মসজিদ, দারুন জান্নাহ জামে মসজিদ, ব্রুকলীন ইসলামিক সেন্টার (বিআইসি) ও নুরুল ইসলাম জামে মসজিদ।
হিউজটন আবু বকর মসজিদ, হিউজটন আলবিন জামে মসজিদ, হিউজটন পেয়ারল্যান্ড মসজিদ, বেটাউন মসজিদ, হিউজটন নর্থশোর মসজিদ। এছাড়াও ফেনসেলভেনিয়া, কানেকটিকাট, লসএঞ্জেল, মিশিগান, দেলোয়ার, নিউজার্সি, বোস্টন, নিউ ইংল্যান্ড ও বাফেলোসহ বিভিন্ন স্টেটে শুক্রবার জুমার পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসব সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মহিব্বুর রহমান, মাওলানা আশরাফ উল্লাহ, মাওলানা দিদারুল আলম, মাওলানা ইব্রাহিম, ইমরান গাজী, মাওলানা রশিদ আহমেদ, মাওলানা জুনায়েদ কবীর, হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা সাফায়েতুল্লাহ, হাফেজ মোশাররফ হোসাইন, হাফেজ আমিনুল ইসলাম ও মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।
- See more at: http://www.natunbarta.com/expatriate/2013/02/23/12975/4daa1e9a278534675496557813d8a352#sthash.yvxV4RNI.dpuf

No comments:

Post a Comment