Thursday, May 9, 2013

গণহত্যায় শহীদদের রূহের মাগফেরাত কামনায় কোরান খতম: ১০ মে যুক্তরাষ্ট্রে দোয়া দিবস


     হত্যাযজ্ঞ শেষে লাশগুলোকে তাৎক্ষণিক
   কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দেয়া হয়


 নিউ ইয়র্ক: ঢাকার মতিঝিলে গণহত্যায় শহীদ হেফাজতে ইসলামের নেতা কর্মীদের রূহের মাগফেরাত কামনায় কোরান খতম ও দোয়া মুনজাতের আয়োজন করেছে নিউ ইয়র্কের ইমাম ও উলামাগণ। 
৮ মে বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডের ফাতেমা মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আলেমরা ১০ মে শুক্রবার যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে দোয়া দিবস ঘোষণা করা হয়। 



মুনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা অধ্যাপক মহিবুর রহমান বলেন, ইতিহাসে সর্বপ্রথম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এতো বেশি আলেম ও ইসলাম প্রিয় মানুষকে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। গভীর রাতে ঘুমন্ত ও জিকিররত ধর্মপ্রাণ মানুষের উপর হত্যা চালিয়ে প্রমাণ সরকার প্রমাণ করেছে তারা বাংলাদেশে ইসলাম ধর্মকে মুছে দিতে চায়। 
গণহত্যা তদন্তে জাতিসংঘ ও আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে সাধারণ মানুষের কোন নিরাপত্ত্বা নেই। প্রতিনিয়ত সরকারী বাহিনী আলেম উলামা ও সাধারণ মানুষকে হত্যা করছে।



গণহত্যায় একজন প্রত্যক্ষদর্শী আলেমের বরাত দিয়ে মাওলানা আজির উদ্দিন বলেন, গভীর রাতে খোলা আকাশে ঘুমন্ত মানুষের উপর গায়ের উপর সাজোয়া যান উঠিয়ে দিয়ে এবং ব্রাশফায়ার করে গণহত্যা চালিয়েছে সরকার। হত্যাযজ্ঞ শেষে লাশগুলোকে তাৎক্ষণিক কেমিক্যাল দিয়ে পুড়িয়ে সকাল হওয়ার আগে ক্লিন করা হয়। গণহত্যার প্রমাণ মুছে ফেলতে লাশের পোড়া অংশগুলোকে ট্রাক করে গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। 
অনুষ্ঠানে মাওলানা মুফতী রুহুল আমীনের পরিচালনায় আলেমদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুফতী আব্দুল মালেক, মাওলানা ইয়ামিন, ইমাম জাকারিযা মাহমুদ, মাওলানা রফিক আহমেদ, হাফিজ মুজাহিদুল ইসলাম, হাফিজ রফিকুল ইসলাম, মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী, মাওলানা আবু সুফিযান, মাওলানা শাহজাহান, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রশিদ আহমদ ও মাওলানা ইউসুফ ও মাওলানা আনাসসহ নিউ ইযর্কের শতাধিক শীর্ষ আলেম। 

No comments:

Post a Comment