Wednesday, September 18, 2013

নিউইয়র্কে বিক্ষোভ অনুষ্ঠিত



জামায়াত নেতা কাদের মোল্লার ফাসিঁর রায়ের 
 প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ অনুষ্ঠিত




নিউ ইয়র্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাসিঁর রায়ের প্রতিবাদে নিউইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার কোয়ালিশন অফ বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভের পূর্বে কাদের মোল্লার রায়ের প্রতিবাদ ও জামায়াত নেতাদের মুক্তি জানিয়ে নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।   
বিক্ষোভে বক্তারা বলেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে জামায়াত নেতৃবৃন্দুকে বিচার বিভাগের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করছে। সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে ফাসিঁর রায় দিয়েছে আদালত। স্কাইপি কেলেংকারীর পর মানবতা বিরোধী অপরাধের বিচারে ঘটিত ট্রাইবুনালের বিচারিক কার্যক্রম স্পষ্ট হয়ে পড়েছে। এরপরও প্রশ্নবিদ্ধ ট্রাইবুনালের দেয়া যাবতজীবন  কারাদন্ড আপীল বিভাগ নজিরবিহীনভাবে ফাসিঁর আদেশ দিয়েছেন। 
তারা বলেন, বিচারিক আদালতে যেখানে মুত্যুদন্ড দেয়নি সেখানে প্রথম বারের মতো সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মৃত্যুদন্ড প্রদান বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন। 
তারা বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ থেকেও বঞ্চিত করার চেষ্টা করছে সরকার। একজন ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হবে, তার মৃত্যুর প্রশ্ন সেখানে তিনি রিভিউ করতে পারবেন না এটা অকল্পনীয়। রিভিউ করা কাদের মোল্লার সাংবিধানিক অধিকার। অথচ শাহবাগের ফাঁসি চাই ফাঁসি চাই প্রতিধ্বনির ভিত্তিতে আইন সংশোধন বিচার শেষ হওয়ার পর আইন সংশোধন করে আপিলের সুযোগ পেয়েছে সরকার।  
বক্তারা আরো বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইসলাম ও ইসলামী আদর্শ উৎখাতের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে। সরকার গণগ্রেফতার, গণহত্যা ও অত্যাচার-নিপীড়নের মাধ্যমে ইসলামপন্থীদের সমূলে উৎপাটনের চেষ্টা অব্যাহত রেখেছে।

বক্তারা বলেন, সরকার জামায়াতে ইসলামীর ওপর চূড়ান্ত আঘাত হেনে দেশে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করে ক্ষমতা দীর্ঘায়িত করার কূটকৌশল অবলম্বন করেছে। সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, গণগ্রেফতার বন্ধ ও আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবি জানান বক্তারা। 
বিক্ষোভে আব্দুল খালেকের সভাপেিত্ব এবং কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক নঈম উদ্দিন, হিউম্যানিটি ক্লাবের প্রেসিডেন্ট মাওলানা রশিদ আহমদ, মঞ্জুর আহমেদ প্রমুখ।